আজ
|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
নোয়াখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভাটার ভাটা ও চিমনি ভেঙ্গে অকেজো হয়ে গেছে। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে চর আমানউল্লাহ ইউনিয়নের যমুনা ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
নোয়াখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হাসান সজিব জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে যমুনা ইটভাটা পরিচালিত হচ্ছে। বারবার তাগিদ দিলেও তারা আইনের তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটাটি গুড়িয়ে দেয়।
অধিদফতরের কর্মকর্তা আরও বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো প্রতিষ্ঠানকে চলতে দেওয়া হবে না। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Anti Corruption news agency. All rights reserved.