আজ
|| ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
দুদক কার্যালয় থেকে গ্রেফতার ৩ ভুয়া কর্মকর্তা
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৫
রাজধানীর সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে দুদকের তিন ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভিযান পরিচালনা, জরিমানা আদায় ও দুদকের কর্মকর্তাদের ছদ্মবেশে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আটকের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। দুদকের মহাপরিচালক আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- তথাকথিত 'দুর্নীতি প্রতিরোধ সহায়ক সংস্থা'র নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সম্রাট, সংস্থার পরিচালক (অপারেশন্স) মোঃ রায়হান ওরফে সৈয়দ রায়হান, নেত্রকোনার সাইফুল ইসলাম। মামলার অন্য আসামিরা হলেন- পটুয়াখালীর সোলায়মান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহমেদ পায়েল। এ ছাড়া অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়েছে।
দুদকের মহাপরিচালক বলেন, ভুয়া পরিচয় দেওয়া দুদকের কর্মকর্তাদের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের দুই সদস্য অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পরে তাদের স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর পল্টন থানায় আট অজ্ঞাত আসামিসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
তিনি বলেন, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশ করে সরকারি কর্মচারীদের ছদ্মবেশী করে এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি অফিসসহ দুই শতাধিক বেসরকারি স্থানে অভিযান চালায়।
তারা দুদক ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করে জরিমানা আদায় ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক নিষ্পত্তির নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে।
Copyright © 2025 Anti Corruption news agency. All rights reserved.