• বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
থামছে না গাজায় ইসরাইলি হামলা, ট্রাম্পের আহ্বান ব্যার্থ ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিনগেজ এর সাথে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক রবিবার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ, প্রবেশপথে চেকিং, দেয়া হবে কাগজের ব্যাগ দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ডেনমার্কে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ

আটক সাবেক বিচারপতি মানিককে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
আটক সাবেক বিচারপতি মানিককে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো
আটক সাবেক বিচারপতি মানিককে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো

ডেস্ক রিপোর্ট : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের পক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুনানিকালে আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন। মামলায় এসব সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, দুদকের উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ গত ১১ সেপ্টেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গত বছরের ২৩ আগস্ট রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা