• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী

ডেস্ক সংবাদ / ৫১ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী

সাতক্ষীরার সদর উপজেলার শিকরি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬) আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা সদর উপজেলার কুশখালী গ্রামের নুর ইসলামের মেয়ে। আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকরি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে। তাদের একটি 11 বছরের ছেলে এবং 8 বছরের একটি মেয়ে রয়েছে।

নিহত ফাতেমার বাবা নুর ইসলাম জানান, প্রায় ১৩-১৪ বছর আগে সম্রাটের সঙ্গে তার মেয়ে ফাতেমার বিয়ে হয়। দারিদ্র্যের কারণে এক বছর আগে সন্তানদের নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন ফাতেমা। যদিও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন সম্রাট। রোববার সন্ধ্যায় ফাতেমা তার সন্তানদের রেখে স্বামীর বাড়িতে ফিরে আসেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নিতে বাসায় চলে যান তারা। অনেকক্ষণ সাড়া না পেয়ে সন্ধ্যায় সম্রাটের মা দরজা ভেঙে ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় ও ফাতেমাকে মৃত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, ফাতেমাকে শ্বাসরোধ করে আত্মহত্যা করেছেন সম্রাট।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা